ঘোড়াঘাটে ৫ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা

0
124

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।

রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার ৪টি কেন্দ্রে এসএসসি ও একটি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ৩৪৫ জন, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ ৬৭৩ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৭২ জন, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় দাখিল কেন্দ্রে ৩৪১ জন ও এসএসসি ভোকেশনাল নুরজাহানপুর (অবঃ) সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ে ২৬৮ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রকার প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম বলেন, উপজেলা ৫টি কেন্দ্রে সুষ্ঠু শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করতে ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।