ঈশ্বরদীতে আরো একজন করোনা রোগী শনাক্ত

0
125

মামুনুর রহমান, জেলা প্রতিনিধি (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে মহামারী করোনার ঝড় আছড়ে পরেছে ঈশ্বরদীতেও । ঈশ্বরদীতে আরো একজনের করোনা শনাক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ঈশ্বরদীতে আরো একজনের করোনা ভাইরাস সনাক্ত করা গেছে। ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের আসনা গ্রামের সামের ওরফে সামের হুজুর এর ছেলে সারিং (২০) এর করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানা গেছে । সে লালপুর হাসপতালে আউট সর্সিংএ ওটি বয় হিসেবে প্যাকটিস করতো।

বিভিন্ন মাধ্যমে জানা গেছে, আজ মঙ্গলবার (১২ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

এদিকে এলাকাবাসির অভিযোগে জানা গেছে, সে বাড়ির সামনের নিজের ফার্মেসিতে নিয়মিত ওষুধ বিক্রি করে। আজও দোকান খোলা রেখে ওষুধ বিক্রি করেছে। এর আগে উপজেলার এয়ারপোর্ট এলাকায় উপজেলা জাসদের সভাপতি বাচ্চু ও মুলাডুলি ইউনিয়নে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে।