পুলিশ হাসপাতালকে ৫টি ভেন্টিলেটর উপহার দিয়েছে নাভানা গ্রুপ

0
102

এস,এম,মনির হোসেন জীবন : করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নাভানা গ্রুপ পাঁচটি ভেন্টিলেটর উপহার দিয়েছে রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে।

আজ মঙ্গলবার নাভানা গ্রুপের দেওয়া উপহার সামগ্রি গ্রহন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দার সহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে আজ ডিএমপি’র এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) নাভানা গ্রুপকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ভেন্টিলেটর একপ্রকার চিকিৎসা সরঞ্জাম যেটি করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট প্রশমন করে রোগীকে স্বাভাবিক রাখে।

এতে আরও বলা হয়, দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ পুলিশ। এখন পর্যন্ত একক পেশা হিসেবে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা।