ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন ব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন ২য় ডোজ কার্যক্রম উদ্বোধন

0
159

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উপলক্ষে ৫ হতে ১১ বছর বয়সীদের দুইদিন ব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ শে মার্চ) সকালে ধামরাই পৌরসভার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৫ হতে ১১ বছর বয়সীদের দুইদিন ব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদুল হক তিতাস, স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দ, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে আসা ৫ হতে ১১ বছর বয়সী অসংখ্য মানুষ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে কোভিড-১৯ ভ্যাকসিন দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদের চত্তরে স্হাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফবৃন্দ।