মতিন রহমান, মাগুরা সংবাদদাতা : করোনা ভাইরাসের প্রার্দুভাবে শ্রমিক সংকটের কারনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার আহবান জানান। এতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ নেতাকর্মীরা ধানকাটার কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় মাগুরা জেলাতেও অসহায় কৃষকদের ধান কেটে দিচ্ছেন মাগুরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার মাগুরার বিভিন্ন জায়গায় অসহায় কৃষকদের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী গ্রামের কৃষক আকবর আলীর ৪০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা। মাগুরা জেলা ছাত্রলীগের সদস্য গালিব বিশ্বাস জানায়, মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নির্দেশে এই ধানকাটার কাজ করেছে তারা।
উক্ত জমির কৃষক বলেন, ‘করোনার প্রভাবে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে আমার ৪০ শতক জমির পাকা ধান কাটতে পারছিলাম না। তাই এলাকার ছেলেরা বিনা পারিশ্রমিকে তারা ধানকেটে দিয়ে। এতে তিনি খুশি হয়েছেন বলে জানান।