ভারতে একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

0
104

ভারতে দৈনিক আক্রান্তের রেকর্ড ভেঙেই চলেছে করোনাভাইরাস। বৃহস্পতিবার এক লাফে প্রায় ৪৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল। শুক্রবার তা পৌঁছে গেলো ৪৯ হাজারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩১০ জন নতুন করে সংক্রমিত হয়েছে। একদিনে আক্রান্তের হিসাবে যা এখনও অবধি সর্বোচ্চ। সবমিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন।

আক্রান্তের পাশাপাশি ধারাবাহিকভাবে মৃত্যু বেড়ে ৩০ হাজার পার করেছে। যার কারণে মৃত্যুর দিক দিয়ে স্পেনের পর ফ্রান্সকেও টপকে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৪০ জনের। এ নিয়ে ভারতে মোট ৩০ হাজার ৬০১ জনের প্রাণ কেড়েছে করোনা।

এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ১২ হাজার ৮৫৪ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে ৩ হাজার ৭৪৫ জনের। তামিলনাড়ুতে মারা গেছে ৩ হাজার ২৩২ জন। গুজরাটে মৃত্যু হয়েছে ২ হাজার ২৫২ জনের। এছাড়া কর্নাটকে ১ হাজার ৬১৬, উত্তরপ্রদেশে ১ হাজার ২৮৯ ও পশ্চিমবঙ্গে ১ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে আক্রান্তের দিক দিয়ে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে ৩ লাখ ৪৭ হাজার ৫০২ জন করোনায় আক্রান্ত হয়েছে। তামিলনাড়ুতে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৪ জন। দিল্লিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এছাড়া কর্নাটকে ৮০ হাজার ৮৬৩ জন ও অন্ধ্রপ্রদেশে ৭২ হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়লেও ভারতে করোনা রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক। আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৬০২ জন সুস্থ হয়ে উঠেছে। একদিনের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এ নিয়ে মোট ৮ লাখ ১৭ হাজার ২০৮ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছে।