শ্রীনগরে সরিষা কাটা ও মাড়াইয়ে কাজে ব্যস্ততা

0
190

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে সরিষা কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উচ্চ ফলনশীল সরিষা ক্ষেতিতে আশানুরূপ ফলন হয়েছে। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে।

স্থানীয়ভাবে প্রতিমণ ঝাড়া-শুকনা মাঘি সরিষার দানা বিক্রি হচ্ছে ৩ হাজার ২শ’ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা। অপরদিকে দেশীজাতের রাই/চৈতা সরিষার মণ বিকিকিনি হচ্ছে ৪ হাজার টাকা করে। কম খরচে অধিক লাভজনক হওয়ায় এ অঞ্চলের মানুষ সরিষা চাষের দিকে ঝুকছেন।

দেখা গেছে, উপজেলার হাঁসাড়া, বীরতারা, ষোলঘর, আটপাড়াসহ বিভিন্ন স্থানে সরিষা কাটা প্রায় শেষের দিকে। এখন সরিষার মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পাড় করেছেন স্থানীয়রা। লক্ষ্য করা গেছে, এ অঞ্চলের বেশীর ভাগ জমিতেই হাইব্রিড বারি-১৯ জাতের সরিষা চাষ হয়েছে। এছাড়া আড়িয়াল বিল এলাকার মদনখালী, শ্রীধরপুর ও বাড়ৈখালীতে বেশকিছু জমিতে দেশীজাতের আগাম রাই/চৈতা সরিষার চাষা করা হয়।

স্থানীয় হাটবাজারের ঘানি মিলগুলোতে নতুন সরিষা ভাঙ্গানোর কর্মযজ্ঞ চলছে। জানা গেছে, প্রতিমণ সরিষার দান থেকে ১৫-১৭লিটার ভোজ্যতেল উৎপাদণ হচ্ছে।

পশ্চিম হাঁসাড়ার আনোয়ার মাঝি বলেন, তিনি ৭ বিঘা জমিতে মাঘি সরিষার চাষ করেন। সরিষা কাটা শেষ এখন মাড়াইয়ের কাজ করছেন। সরিষার কাঙ্খিত ফলনে আনন্দ প্রকাশ করেন তিনি। মো. তালেব আলী বলেন, গেলো বার প্রায় ৬ বিঘা জমিতে সরিষার চাষ করেছিলেন তিনি। অসময়ের বৃষ্টির কারণে অর্ধেক ফলনে লোকসানের মুখে পড়েন। এবার সমপরিমান জমিতে সরিষা চাষ করে কাঙ্খিত ফলন পাই। প্রতি বিঘা জমিতে ৩২-৩৫ মণ সরিষার দানা উৎপাদণের লক্ষ্যমাত্রা ধরছেন তিনি।

শ্রীনগর উপজেলা কৃষি অফিসার শান্তনা রানী জানিয়েছেন, উপজেলায় ৪শত’ ৭৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ চাষে ৬০টি প্রর্দশনী (রাজস্ব) রয়েছে। প্রণোদনার আওতায় ১ হাজার ১৫০ জন কৃষককে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার দেওয়া হয়েছে। শরিষার আশানুরূপ ফলল পাওয়ায় কৃষক লাভবান হচ্ছেন।