শ্রীনগরে সিরাত কমিটির মাহফিল

0
137

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় সিরাত কমিটির উদ্যোগে ১২তম বার্ষিক সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার রাতে হাঁসাড়া জনকল্যাণ সমিতির মাঠে হাঁসাড়া বাজার বাইতুন নূর জামে মসজিদের সহয়োহিতায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ (দা. বা.)।

হাঁসাড়া সিরাত কমিটির সভাপতি মুফতি দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে ও আলহাজ মুফতি মুনির হুসাইন এবং মাওলানা জুনাইদ আহমদ নিয়াজীর যৌথ উপস্থাপনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিপী, মুফতি রেজাউল করিম আবরার প্রমুখ।