কবিতা: আলো

0
269

আলো
সুদীপ চন্দ্র হালদার

বর্ণালির অংশ তুমি, সাত রঙের বাহার,
দৃশ্যমান কর জগত, নিজে অদৃশ্যমান।
তুমি বিনা ধরিত্রী অমাবস্যার আঁধার,
বিবর্ণ কৃষ্ণ গহবরের এক প্রাণহীন গল্পের নাম।

হৃদয়ের অলিগলিতে এসো আলো,
জ্ঞান, আনন্দ, ভালবাসা, মননের বিচ্ছুরণে,
বিদূরিত করে কুসংস্কার, অজ্ঞতা, সাম্প্রদায়িকতা, ঘৃণা,
আবিষ্কার কর সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলে।

দিকে দিকে ঝলসানো আলো, আলো নহে!
আলেয়ায় বিভ্রান্ত হয়ে ভোগের উন্মাদনা বটে,
আলেয়ার মিছিল চলছে মরীচিকার দৌড়ে, কামনায়;
মর্মে পৌঁছে না শিক্ষা, বিজ্ঞান, ধর্মের আলো।

এসো আলো, পিলসুজের ন্যায় দীপিত কর,
তোমার প্রকাশে সমুদ্রের ঊর্মিমালা জাগাও প্রাণে,
এসো আলো, তুমি আমার হৃদয়ের অভিলিপ্সা,
তোমাতে আলোকিত করে থাক আমাতে জনম ধরে।