কবিতা: বসন্ত

0
317

বসন্ত
সুদীপ চন্দ্র হালদার

ঝির ঝির দখিনা হাওয়া, নির্মেঘ রোদ্দুর,
দিকে দিকে কোকিলের কুহু কুহু গান,
ফুলে ফুলে উড়ে ভ্রমরের খেলা অবিরাম,
নিসর্গ প্রকৃতি দিচ্ছে জানিয়ে, এলো বসন্ত।

বাসন্তী রংয়ের শাড়ী জড়িয়ে, কপালে টিপ,
কানে পলাশ ফুল গুজে, খোপায় গাঁদা ফুল,
মান্দারের মালা শোভিত চুলে, হাতে কাচের চুড়ি,
নুপুর পায়ে বাসন্তী হাসিতে চলছে তরুনী, আজ বসন্ত।

নতুন কচিপাতার দোলায় দুলছে প্রকৃতি,
দুলছে উচাটন আবেগী হৃদ-মন,
আম-লিচুর মুকুলের সৌরভ চারিদিকে,
বড্ড আনমনা আজি মানব-মানবী হৃদয়।

কৃষ্ণচূড়ার ওই লাল রং যেন ভাষা শহীদের রক্ত,
প্রাচুর্যের মহাসমারোহ যেন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার তেজ,
অশোক-পলাশের রঙিন বিহবলতা যেন হোলির আমেজ,
রাধাচূড়া, কৃষ্ণচূড়ার জেগে উঠা যেন বাসন্তী মায়ের আগমনী।

ঋতুরাজ বসন্তে পাখিরা খোঁজে প্রণয়ী,
বাসা বাধে মহাসুখে, রঙ্গিন স্বপ্নে,
মৃদুমন্দা বাতাসে ভেসে আসছে ফুলের সৌরভ,
এই বুঝি বামবাহুতে প্রাণেশ্বরীর মধুর স্পর্শ।