কবিতা: চেতনা

0
300

চেতনা
সুদীপ চন্দ্র হালদার

মনের ধর্ম যাহা তাই তুমি চেতনা,
ঝর্ণাধারার ন্যায় হৃদয়ে বিরাজমানা, তুমি চেতনা।
ইচ্ছা-চিন্তা-অনুভূতির বহিঃপ্রকাশে,
তোমারি ধর্ম হয় যে সদা পরিবর্তনশীলতা।

মানব মনে তোমার উৎকর্ষতায়, ওহে চেতনা,
দেবতা কর যে মানুষকে, ছাড়ি পশুভাব।
অন্তরের শুদ্ধ আলো তুমি, ওহে চেতনা,
তোমার বিকাশে কল্যাণকর্মেরত সকল শুদ্ধাত্মা।

তোমার শুদ্ধ পরিস্ফুটনে স্বামীজি, নিবেদিতা,
ফ্লোরেন্স নাইটিঙ্গেলরা করে জগতের সেবা।
তোমারি আলোতে মানব গড়ে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম,
পাঠাগার, আর করে নর নারায়ন সেবা।

তোমারি মহিমাতে ভালবেসে আগলে রাখে প্রিয়াকে,
তোমারি পচা ভাবনাতে ব্যভিচারিনী হত্যা করে প্রিয়তমকে।

তোমারি মহিমাতে তরুনী খাবার দেয় ছিন্নমূল শিশুটিকে,
তোমারি পচা ভাবনাতে রাস্তার পাগলি হয় মা।

তোমারি মহিমাতে কেহ হয় দরবেশ-সাধু-মহাত্মা,
তোমারি পচা ভাবনাতে কেহ হয় খুনী, ধর্ষক, গুণ্ডা।

তোমারি মহিমাতে মন হয় প্রশান্ত, স্থির, আনন্দময়;
তোমারি পচা ভাবনাতে মন হয় অশান্ত, অস্থির, বিষাদময়।

তোমারি পচা ভাবনাতে আমি রটাই কুৎসা মহাত্মাকে লয়ে,
তোমারি মহিমাতে মহাত্মা প্রশংসা বাণীতে দেয় উৎসাহ মোরে।

এই চেতনাতেই কামনা, এই চেতনাতেই প্রেম;
এই চেতনাতেই হয় অসুর, এই চেতনাতেই দেবতা।
শুদ্ধ হও, শুদ্ধ কর, থাক হৃদয় আলো করে,
তামসিক-আসুরিক প্রবৃত্তি নাশে কর মানুষ, এই ধরাধামে।