মির্জাগঞ্জে ২০০ পরিবারের জন্য খাদ্যসামগ্রী দিলেন আশা সংস্থা

0
96

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় করোনা প্রাদূর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া থাকা দুই শতাধিক অসহায় পরিবার জন্য খাদ্যসামগ্রী দিলেন বে-সরকারী সংস্থা আশা।

১২ মে মঙ্গলবার সকালে ১০ টায় আশা’র পক্ষ থেকে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার্স মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী, ও মির্জাগঞ্জ উপজেলা আশার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইউসুফ, মোঃ মোঃ ফারুক হোসেন খান সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ মির্জাগঞ্জ উপজেলা, মোঃ মাসুদ রানা জোমাদ্দার সাংগঠনিক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ, মোঃ আনোয়ার হোসেন জোমাদ্দার সহ-সভাপতি মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্হিতিতে কর্মহীন হয়ে পড়ে থাকা হতদরিদ্রদের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ ও ১ লিটার সয়াবিন তেল সরবরাহ করা হয়।

আশা’র ম্যানেজার জানান, দেশে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহব্বানে সাড়া দিয়ে “আশা” তার নিজস্ব অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।