কবিতা: ক্যাম্পাসের আমগাছ

0
194

ক্যাম্পাসের আমগাছ
সুদীপ চন্দ্র হালদার

আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি আমগাছ,
প্রায় আশি বছর ধরে চলমান ঘটনার সাক্ষী,
কত বিদ্যার্থী আমার ছায়াতে করে জ্ঞানালোচনা,
কত অচেনা অজানা পথিক গ্রীষ্মে নেয় বিশ্রাম।

বৈশাখে ঢিলে ঢিলে ক্ষত বিক্ষত হয়ে উঠি আমি,
কাচা আমের সাথে হালকা নুনে তরুনীর মহাতৃপ্তি,
জৈষ্ঠ্যে আমার গা বেয়ে বেয়ে উঠে তরুনের দল,
পাকা আম যেন আমার থেকে নিয়েই তৃপ্তি!

সন্ধ্যাতে আধো আলো ছায়াতে চলে প্রণয়ের গল্প,
গল্প শুনিয়েছিল সেই ছেলেটি, মেয়েটিকে বড্ড বেশি ভালবাসত, লক্ষ্মী বউ করার স্বপ্ন ছিল চোখে।হয়নি, হয়নি সে তার লক্ষ্মী বউ, নিষ্কাম প্রেমিক যে!

গল্প শুনিয়েছিল তবে আরেক ছেলে, আরেক দিনে,
কৃষ্ণপক্ষের সন্ধ্যা রাতে, বেশ আদি রসালো গল্প!
জোর করে ছুয়েছিল মেয়েটির স্পর্শকাতর স্থান,
মেয়েটি কেঁদেছিল, আমিও! তবু বউ হয়েছে তার!

প্রণয়ের কত কাহিনী আমি নির্বাক চোখে দেখি,
নিষ্কাম প্রেমিক কাঁদে! যে ভালবেসে মেয়েটিকে
করত শাসন! আলতো করে মাথায় হাত বুলিয়ে দিত; শাসন বারন ভাল্লাগেনি, আমি স্বাধীন, পণ্য!

জিতেছিল সেই ছেলেছি, যে জোর করে স্পর্শ করেছিল মেয়েটিকে, সতীত্ব নিয়েছিল ছিনিয়ে।
দিত না শাসন বারনের গন্ডী, শিখাতো অতি আধুনিকতা, প্রেয়সীর দিল-মন সেই জিতেছিল!

আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি আমগাছ,
আবার একদিন শুনাবো ইতিহাসের বাকি গপ্প।।