আখেরি মোনাজাত, জনস্রোত তুরাগ তীরে

0
139

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীর ছাপিয়ে জনস্রোত মিশেছে আশপাশের সড়ক মহাসড়কগুলোতেও। মোনাজাতের পর মুসল্লীরা জামাতবদ্ধ হয়ে দীনের দাওয়াতি কাজে বেরিয়ে পড়বেন।

রোববার (২২ জানুয়ারি) ১২টায় মধ্যে এই মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্দলভী।

আজ ফজরের নামাজের মাধ্যমে শেষ দিনের কর্মসূচি শুরু হয়। এসময় ধর্মপ্রাণ মুসুল্লিরা ইসলামের আমল, আকীদা ও দাওয়াত বিষয়ে দেশি-বিদেশি মুরুববীদের বয়ান শুনছেন। বয়ান পেশ করেন ভারতের মাওলানা মোরসালিন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ইতিমধ্যে ভোরের শীত ও কুয়াশা উপেক্ষা করে গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকার লাখো মানুষের স্রোত মিশেছে তুরাগ তীরের ইজতেমা ময়দানে। বাস-ট্রেনে উপচেপড়া ভিড়। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে ইজতেমা ময়দানে সমবেত হন।

সকাল হতেই তুরাগ তীর ছাপিয়ে জনস্রোত মিশে যায় আশপাশের সড়ক-মহাসড়কগুলোতে। বিপুল সংখ্যক নারী মুসল্লিও মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে অবস্থান নেন।

আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাতে শরীক হওয়ার কথা জানান মুসল্লিরা।

এদিকে, মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১৩টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আখেরী মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।