কবিতা:  ভেবেছো কি

0
276

ভেবেছো কি
সুদীপ চন্দ্র হালদার

ভেবেছো কি,
বাড়িতে রান্না করতে দেরী হলে চিৎকার করা তুমি,
বাসস্ট্যান্ডে ছিন্ন বসনে ভিক্ষা করা ক্ষুধার্ত বোনটির ব্যথা।

ভেবেছো কি,
বাবার টাকা দিতে দেরী হলে অতি আবেগী তুমি,
জীবন সংগ্রামে অতিষ্ঠ পিতৃহারা কিশোরের আর্তনাদ।

ভেবেছো কি,
পূজা-ঈদে পাঁচ সেট লেহেঙ্গা কিনতে না পারা তুমি,
পরীক্ষার ফিস জমা না দিতে পারা বোনটির পীড়া।

ভেবেছো কি,
নামী রেস্টুরেন্টে সাপ্তাহিক আড্ডাতে খাবার নষ্ট করা তুমি,
চাল-চুলাহীন অনাথ পথ শিশু ভাইটির ক্ষুধার জ্বালা।

ভেবেছো কি,
ঘরে শীত-তাপ নিয়ন্ত্রিত যন্ত্র না বসাতে পেরে মন খারাপ করা তুমি,
শিয়ালদহ-কমলাপুরে ছেড়া চটে শুয়ে থাকা মানুষটির কথা।

ভেবেছো কি,
শীতের ছুটিতে দীঘাতে ঘুরতে যেতে না পারা তুমি,
পাতলা ছেড়া কাথাঁ গায়ে মাঘী শীত কাটানো বৃদ্ধার যন্ত্রনা।

ভেবেছো কি,
সুস্থ-স্বাভাবিক শরীর নিয়ে উদ্দাম জীবন পার করা তুমি,
জন্ম হতে হাটতে না প্যারালাইজড রোগীর মর্ম বেদনা।

ভেবেছো কি,
রিকশায় চড়তে চড়তে মার্সিডিজ বেঞ্জ কিনতে না পারা অতৃপ্ত তুমি,
আশি পেরোনো পুত্রহারা পিতার রিকশা চালানোর ব্যথা।

ভেবেছো কি,
সোনার চামচ মুখে দিয়ে জন্মানো অতি আহ্লাদী তুমি,
কুড়ে ঘরে জন্মানো কিশোরীর সংগ্রামমুখর জীবন কাহিনী।

ভেবেছো কি,
মৌলিক সব কিছু পাবার পরেও ইঁদুর দৌড়ের তুমি,
প্রশান্ত, আত্মতৃপ্তিময় সুখী জীবন আত্মসন্তুষ্টির অপর নাম।