কবিতা: শীত

0
273

শীত
সুদীপ চন্দ্র হালদার

শীত তুমি,
লাজুকলতা প্রেয়সীর লজ্জারাঙ্গা মুখাবরণ,
আর, কুয়াশার চাদর যেন নব বিবাহিতার ঘোমটা।

শীত তুমি,
গাদাঁ, চন্দ্রমল্লিকা, সূর্যমুখী, গোলাপের নবযৌবন,
আর, বৃক্ষের আভরণ ছেড়ে নীরব ধ্যান মগ্নতা।

শীত তুমি,
পিঠা, পুলি, পায়েসের এক মহাআয়োজন,
আর, নলেন গুড়ের সন্দেশ হাতে শিশুর উল্লাস।

শীত তুমি,
গঙ্গাসাগর মেলাতে সার্কাসের আনন্দ,
আর, কিশোর-কিশোরীর মাঠে ঘাটের বনভোজন।

শীত তুমি,
গাছির ঠক ঠক কোপে বেরিয়ে আসা খেজুর রস,
আর, গাছি বধূর রস জ্বালাতে জ্বালাতে স্বপ্নবুনন।

শীত তুমি,
কিষাণের স্বপ্নময় সোনালী ধান ভরা মাঠ,
আর, সাইবেরিয়ার উড়ে আসা অতিথি পাখিরগান।

শীত তুমি,
ফসল কাটার মহাধূম, দিকে দিকে নবান্ন উৎসব,
আর, বৃদ্ধের মাঘ পেরিয়ে নয়া বসন্তের ব্যাকুলতা।

শীত তুমি,
ধনাঢ্য দুলালীর রংবেরঙ্গের পোশাক বিলাসিতা,
আর, আমার অনাথ বোনটির মুখবোজা বেদনা।

শীত তুমি,
মহাকবি কালিদাসের ‘ঋতু সংহার’ কাব্য,
আর, উদাসী যৌবনবতীর উথাল-পাথাল মন।

শীত তুমি,
আমার বিস্ময় ভরা চক্ষুতে এক অতি অপরূপা,
তাইতো, তোমার বন্দনা করে সব সাহিত্যপ্রেমীরা।