মাগুরায় আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত, জেলায় মোট ৩৩৪ জন

0
74

মতিন রহমান, মাগুরা : মাগুরায় গতকাল মঙ্গলবার ৯ জনের শরীরের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩৩৪ জনে।

মাগুরা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ৫৬ জনের। অদ্যাবধি মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে ২৪৫০ জনের। ২১ জুলাই মঙ্গলবার প্রাপ্ত রিপোর্ট সংখ্যা ২৬ জন। অদ্যাবধি প্রাপ্ত মোট রিপোর্ট সংখ্যা ২১৭৫ জন। মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯ জনের।

এর মধ্যে মাগুরা পৌরসভায় ৪ জন, পুলিশ লাইন পাড়া, বরুনাতৈল, হাসপাতাল পাড়া ও রায়গ্রামের ১ জন করে মহম্মদপুর উপজেলায় ৪ জন -মহম্মদপুরের রাধানগর বাজার, ভোলানাথপুর, কলেজরোড এবং বালিদিয়ার বড়রিয়ায় ১ জন করে। শালিখা উপজেলার আড়পাড়ার পোড়াগাছিতে ১ জন। অদ্যাবধি মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৩৪ জন। আজ নতুন সুস্থ-৪ জন। অদ্যাবধি মোট সুস্থ হয়েছে ১৭৩ জন। ব

র্তমানে হোম আইসোলেশনে আছে ১৪০ জন। হাসপাতালে ভর্তি আছে ০৫ জন৷ রেফার করা হয়েছে ৯ জন। অদ্যাবধি মারা গেছে ৭ জন। এদিকে বিগত সময়ের চেয়ে এখন হু হু করছে করোনা পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে মাগুরায়।