বছরের শেষে গুগলের ডুডল চমক

0
291

আজ ৩১ ডিসেম্বর, চলতি বছরের শেষ দিন। কয়েক ঘণ্টা পরেই ২০২৩ সালে পা রাখবে বিশ্ব। আর এ বছরের শেষ দিন উদযাপনে নতুন ডুডল নিয়ে হাজির হয়েছে গুগল।

নানান রঙে, অ্যানিমেশনে লেখাটি সাজানো হয়েছে ডুডলে গুগল। সেইসঙ্গে সুখী সমাপ্তি ফুটিয়ে তুলতে বেশ কিছু প্রাণবন্ত ডিজাইনও ব্যবহার করা হয়েছে।

গুগল শব্দের ‘O’-এর মধ্যে সজ্জিতভাবে লেখা ২০২২। আবার ২০২২ সালের পেছনে ফুটিয়ে তোলা হয়েছে সূর্যকে। সেইসঙ্গে গুগল লেখার চারপাশে সূর্যের রঙে বেশ কিছু প্রতীক ব্যবহার করা হয়েছে।

এদিকে, গুগল লেখায় ক্লিক করলেই গুগল নিয়ে যাচ্ছে অন্য পাতায়। সেখানে লেখা রয়েছে New Year’s Eve 2022 (Saint’s day). এর নিচে ইংরেজিতে লেখা আজকের বার ও তারিখ। সঙ্গে ডানপাশে নিচে রয়েছে নববর্ষ উদযাপনের কিছু ছবি। ডুডলটি চলে যাওয়া বছরকে প্রতিফলিত করছে।

নতুন বছরে নতুন সূচনার প্রত্যাশার প্রতীক হিসেবে ২০২৩ বানানো হয়েছে এ ডুডল।