লতিফ নেজামীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস

0
117

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: দেশের প্রবীণ রাজনীতিবিদ, বিশ দলীয় জোটের সাবেক শীর্ষ নেতা, হেফাজতে ইসলামীর নায়েবে আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এক শোক বার্তায় বাংলাদেশ কংগ্রেস-এর চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন বর্ষিয়াণ রাজনীতিবিদকে হারালো।

মাওলানা নেজামী (৮৪) বাংলাদেশের একজন বিরল রাজনীতিবিদ যিনি একই সাথে দুইটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ছিলেন। নির্বাচন কমিশনের ৩২ নং রাজনৈতিক দল ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান তিনি এবং অনিবন্ধিত প্রাচীন রাজনৈতিক দল (প্রতিষ্ঠা ২০ মার্চ ১৯৫২) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিরও তিনি চেয়ারম্যান। শেষোক্ত দলের নাম অনুসারে তাঁর নামের শেষে নেজামী শব্দটা ব্যবহৃত হয়।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।