করোনার দুর্যোগকালে ১৫০০ পরিবারের পাশে আবুল কালাম আজাদ

0
93

বাণিজ্যের সুযোগে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে করোনা ভাইরাস আতঙ্কে নিম্ন আয়ের মানুষ গৃহবন্দী। দুর্বিপাকে পড়া সাধারণ মানুষ অনেকটাই অসহায়। আর এসব অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কালাম আজাদ।

এ দুঃসময়ে নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন তিনি।

গত কয়েকদিনে আবুল কালাম আজাদ ব্যাক্তিগত উদ্যোগে ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৫০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, করোনা ভাইরাসের প্রকোপ এবং লকডাউনে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে হতদরিদ্র, খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ বর্তমানে দুর্বিষহ জীবনযাপন করছেন। এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত সম্প্রসারণ করা আমাদের প্রত্যেকের উচিত।

তিনি মনে করেন করোনাভাইরাস মানবসমাজ ও মানবসভ্যতাকে এক অভূতপূর্ব বিপর্যয়ের মুখোমুখী এনে দাঁড় করিয়েছে। এই প্রাণঘাতী ভাইরাস এত দ্রুত বিশ্বময় ছড়িয়ে পড়েছে যে, অতীতে আর কোনো ভাইরাসের এমন আগ্রাসীরূপ দেখা যায়নি।