কালিহাতীতে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ১০ ঘণ্টায় যোগাযোগ স্বাভাবিক

0
252

জাহাঙ্গীর আলম, কালিহাতী: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে মালবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে ১০ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। লাইনচ্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রার পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণাঞ্চলগামী রেললাই‌নে ট্রেন চলাচল স্বাভা‌বিক হ‌য়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

গত সোমবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত কালিহাতীর এলেঙ্গা-ময়মনসিংহ সড়কের রাজাবাড়ী ক্রসিংয়ে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ ছিল।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দি‌কে লাইনচ্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রা হয়। এ ঘটনায় একটি তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ।

এর আগে সোমবার রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকাগামী মালবা‌হী ট্রেন লাইনচ্যুত হ‌ওয়ায় রেল যোগা‌যোগ বন্ধ হ‌য়ে যায়। এতে বি‌ভিন্ন স্টেশ‌নে বিভিন্ন গন্তব্যগামী ট্রেন আটকা প‌ড়ে। শীতের মধ্যে চরম দুর্ভো‌গে প‌ড়েন যাত্রীরা।

মালবাহী রেলটি লাইনচ্যুত হওয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল জামালপুর সড়কের যান চলাচলে বিঘ্ন হয়। গাড়িগুলো এলেঙ্গা ভূঞাপুর আঞ্চলিক সড়কের পালিমা হয়ে যাতায়াত করছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন, উত্তরবঙ্গ থে‌কে মালবা‌হী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এ সময় ট্রেন‌টি টাঙ্গাইলের কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় এক‌টি ব‌গির চার‌টি চাকাসহ লাইনচ্যুত হয়। প‌রে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিট দি‌কে ব‌গি‌টি উদ্ধার করা হয়।