হিজলায় নদী ভাঙ্গন রক্ষার্থে জিওব্যাগ ফেলে কাজের উদ্বোধন

0
84

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া গ্রামে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার্থে নদীতে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। বুধবার বিকাল সারে ৪ টার দিকে বাউসিয়া গ্রামে মেঘনা নদী ভাঙ্গন রোধ প্রকল্পের পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে স্থানীয় সাংসদ পংকজ নাথের সহযোগীতায় কাজ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন এখানে ৫০ লক্ষ টাকার জিওব্যাগ ডাম্পিং করা হয়ে, এছাড়াও স্থায়ী বাধ নির্মানের জন্য প্রকল্প দেওয়া হয়েছে।