সক্ষমতা যাচাই এ রেল লাইন পরিদর্শন করলেন বেনাপোল কাষ্টমস কমিশনার

0
89

শার্শা (বেনাপোল) প্রতিনিধিঃ বাংলাদেশ ও ভারত এর মধ্যে আমদানি-রপ্তানী সচল রাখার জন্য রেল লাইনের সক্ষমতা যাচাই এ পরিদর্শনে নামেন বেনাপোল কাষ্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।

সোমবার(১১ মে) সকালে কাষ্টমস কমিশনার বেনাপোল রেল স্টেশন হয়ে চেকপোষ্ট লিংক রোড সংলগ্ন নো-ম্যান্সল্যান্ড পর্যন্ত রেল লাইন পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময় কমিশনার এর সাথে ছিলেন যুগ্ম-কমিশনার-শহিদুল ইসলাম,সহকারি কমিশনার-আকরাম হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি-মোঃমফিজুর রহমান সজন,সিনিয়র সহ-সভাপতি ও শার্শা উপজিলা আ’লীগ সাধারন সম্পাদক-আলহাজ্ব নুরুজ্জামান,সহ-সভাপতি-কামাল আহম্মেদ শিমুল, মামুন তালুকদার,উপ-পরিচালক(প্রশাসন),বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ সহ বন্দরে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত আনসার ব্যাটালিয়ন এর পিসি-মোঃসাকিবুজ্জামান।

রেল লাইন পরিদর্শন শেষে কাষ্টমস কমিশনার স্থলবন্দর এর অধীন ট্রাকটার্মিনাল এবং কয়েকটি গুদামও পরিদর্শন করে।