গাইবান্ধায় উপনির্বাচন; ভোট বন্ধ করে সমালোচনার মুখে সিইসি

0
243

কোনো উল্লেখযোগ্য অনিয়ম ছাড়াই গাইবান্ধা-৫ (সাঘাট-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করে সমালোচনার মুখে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছিল। দুপুর সোয়া ২টায় রাজধানীতে নির্বাচন ভবনে এসে ভোট বন্ধের সিদ্ধান্তের কথা জানান তিনি।

আওয়ামী লীগ বলছে, এ নির্বাচনে কোনো বিশৃঙ্খলা হয়নি। ভোটগ্রহণে দায়িত্বে থাকা কর্মকর্তারাও এমন দাবি করেছেন। তারা বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোট বন্ধের মতো কোনো অনিয়ম হয়নি।

কিন্তু সিইসির দাবি, আইন ভঙ্গ করে গোপন কক্ষে প্রবেশ করে ভোট দিতে তিনি স্বচক্ষে দেখেছেন। ইভিএমেরও কোনো ত্রুটি দেখতে পাননি। তার মতে, ‘ওই যে অমানবিক আচরণ, আরেকজন ঢুকে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে। এটা সুশৃঙ্খল নির্বাচনের পরিপন্থি। এরাই ডাকাত, এরাই দুর্বৃত্ত।’

কারা অনিয়ম করেছেন, তা বলতে পারেননি হাবিবুল আউয়াল। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘তদন্ত ছাড়া, অনুসন্ধান ছাড়া বলা যাবে না কারা অনিয়ম করেছেন। কাদের কারণে হয়েছে এখনও সিদ্ধান্তে আসতে পারিনি। পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সময় সংবাদকে বলেন, ‘নির্বাচনের মাঠে কোনা অনিয়ম, সংঘাত, সংঘর্ষের তথ্য পাওয়া যায়নি। তারপরও আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা সবাই বলেছে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপর নির্বাচন কমিশন কতগুলো কেন্দ্রের ভোট স্থগিত করল, তারপর পুরো নির্বাচন বন্ধ করল।’ নির্বাচন স্থগিতে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রেই নৈরাজ্য হয়নি। কিন্তু নির্বাচন কমিশন কেন এই ভোট বন্ধ করে দিল, তা বোধগম্য নয়।

তিনি আরও বলেন, ‘অনিয়ম না হলে নির্বাচন বন্ধের এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কিন্তু এখন পর্যন্ত কমিশনের পুরো বক্তব্য আমরা হাতে পাইনি।’

নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় আমরা পরিশেষে সিদ্ধান্ত নিয়েছি–সমগ্র নির্বাচনী এলাকা, গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকার ভোট কার্যক্রম বন্ধ করে দিয়েছি। সে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে (রিটার্নিং কর্মকর্তাকে)। ওখানে এখন আর ভোট হচ্ছে না। পরবর্তী সময়ে বিধিবিধান অনুযায়ী কী করতে হবে দেখব। কমিশন বসে সিদ্ধান্ত নেবে।

ভোট শেষে প্রিসাইডিং অফিসার রাসেল মিয়া তার নোটে লিখেছেন, ‘নির্বাচনী কর্মকর্তা সহরিটার্নিং অফিসার কামরুল ইসলামের নির্দেশনায় আমি কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ করেছি। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা হয়নি। মোট ভোট পড়েছে ৫৪৯টি।’

অন্য প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকেও একই বক্তব্য এসেছে। ভোট সুষ্ঠু হওয়ার কথা জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আবদুল লতিফ। তিনি ভোটগ্রহণ করেছেন যাদুরতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। দুপুর আড়াইটা পর্যন্ত ভোট পড়েছে ৮৯৫টি।

বোনারপাড়া সরকারি কলেজের প্রভাষক মশিউর রহমান বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। সুষ্ঠু হয়েছে। তিনি দায়িত্ব পালন করেছেন মথরপাড়া দাখিল মাদ্রাসায়। ভোট পড়েছে ৯০১টি।

নির্বাচন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

এদিকে নির্বাচন বন্ধের প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাঘাটা উপজেলার সাঘাটা-বোনারপাড়া সড়কের চৌমাথা মোড়ে অবস্থান নেন তারা। এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনারের শাস্তি চেয়ে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করতে থাকেন। পরে মিছিলটি সাঘাটা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগ প্রাথীর অভিযোগ

বিরোধী দলকে খুশি করার জন্যই সিইসি এ নির্বাচন স্থগিত করেছেন বলে মন্তব্য করেছেন এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান রিপন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন এবং সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বুধবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে রিপন বলেন, সুষ্ঠু নির্বাচনকে কেন প্রশ্নবিদ্ধ ও বন্ধ করা হলো। কোথাও মারামারি হয়নি। অথচ ঢাকা থেকে বন্ধ করা হলো। একই সঙ্গে নির্বাচন কেন স্থগিত হয়েছে, তার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

তিনি বলেন, উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।