জামালপুরে আরও ১২জনের করোনা শনাক্ত

0
94

আবু সায়েব মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১৪ জুলাই ২০২০ জামালপুরে আরও ১২ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর উপজেলা সদরে ৪জন, মেলান্দহ ১, ইসলামপুর ১, সরিষাবাড়ী ৬জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

উল্লেখ্য যে, জামালপুর সদর হতে শনাক্ত ১ জনের স্হায়ী নিবাস শেরপুর জেলায় হওয়ায় তাকে জামালপুর জেলার রিপোর্টে বিয়োজন করা হয়েছে। এ খবর জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন নিশ্চিত করেছে। জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪০জন । এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২৯৭জন, মেলান্দহ ৮৮, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১২১, সরিষাবাড়ী ৯১, দেওয়ানগঞ্জ ৩৭, বকশীগঞ্জ ৬৪জন।

সর্বশেষ সুস্থ ৯৪ জন, সর্বমোট সুস্থ ৫৩৫ জন (সদর ১৭৫, মেলান্দহ ৭৪, মাদারগঞ্জ ৪১, ইসলামপুর ৯৯, সরিষাবাড়ী ৫৫, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৫৭জন।
সর্বমোট মৃত্যু ১১ জন (চিকিৎসাধীন ৭ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৩ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১জন।
মোট রেফার্ড ৯ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৯৩ টি, মোট নমুনা সংগ্রহ ৭৭৪০ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯৪ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৪ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৩ জন এবং ছাড়পত্র ১৮৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৬৭ জন এবং ছাড়পত্র ৩৪৬ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৭৫৬ জন।