দৌলত‌দিয়ায় বিপৎসীমার ২৮ সেন্টি‌মিটার ওপ‌রে পদ্মা

0
103

উজান থে‌কে নে‌মে আসা পাহাড়ি ঢল ও বৃ‌ষ্টি‌তে দ্রুত গ‌তি‌তে বাড়‌তে শুরু ক‌রে‌ছে পদ্মার পা‌নি। গত ২৪ ঘণ্টায় ২৪ সে‌ন্টি‌মিটার পা‌নি বৃ‌দ্ধি পে‌য়ে রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলতদিয়া প‌য়ে‌ন্টে পদ্মা নদীর পা‌নি বিপৎসীমার ২৮ সে‌ন্টি‌মিটার ওপর দি‌য়ে প্রবা‌হিত হ‌চ্ছে। তবে সদর উপ‌জেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন প‌য়ে‌ন্টে পদ্মার পানি বিপৎসীমার নিচে র‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌লে দৌলত‌দিয়া পয়ে‌ন্টে এ পা‌নির প‌রিমাপ নির্ণয় ক‌রে‌ছে রাজবাড়ী পা‌নি উন্নয়ন বোর্ড।

পা‌নি বৃ‌দ্ধির ফ‌লে এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা হয়‌নি। ত‌বে চরাঞ্চালসহ নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফস‌লি জ‌মি‌তে আবা‌রও পা‌নি প্র‌বেশ কর‌তে শুরু ক‌রে‌ছে।

নদী তীরবর্তী কৃষকরা ব‌লেন, যেভা‌বে পা‌নি বৃদ্ধি শু‌রু হ‌য়ে‌ছে তা‌তে বাড়িঘ‌রে পা‌নি উঠ‌তে বে‌শি দিন লাগ‌বে না। বন্যা হ‌লে তা‌দের থাকা-খাওয়া, চলা-ফেরাসহ বি‌ভিন্ন সমস্যায় পড়‌তে হয়। সব‌চে‌য়ে বে‌শি সমস্যায় প‌ড়েন গবা‌দি পশু নি‌য়ে। এছাড়া ক‌রোনায় কাজকর্মও তেমন নেই, ক‌ষ্টে দিন পার কর‌তে হ‌বে। পা‌নি‌তে অনে‌কের মা‌ঠের পাট ও ধান ত‌লি‌য়ে যে‌তে শুরু ক‌রে‌ছে।

জেলা পা‌নি উন্নয়ন বো‌র্ডের নির্বাহী প্র‌কৌশলী মো. স‌ফিকুল ইসলাম জানান, পদ্মার পা‌নি বাড়‌লেও কোথাও বন্যা হয়‌নি। নিম্নাঞ্চ‌লে পা‌নি প্র‌বেশ কর‌তে শুরু ক‌রে‌ছে।