মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা জলাবদ্ধ

0
160

মোঃ সোহেল, মোংলা প্রতিনিধিঃ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা ও আষাঢ়ের শেষ সময়ে এসে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়তে শুরু করায় দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির প্রবণতা হ্রাসও পেতে পারে।

তাই মোংলা বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলে আবহাওয়া অফিস। তবে টানা বৃষ্টিপাতের কারণে মোংলা বন্দরে অবস্থানরত পণ্যবাহী বিদেশি জাহাজের মালামাল ওঠানামার কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

মোংলা বন্দরের হারবার বিভাগের কর্তৃপক্ষ জানান, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় জাতীয় পণ্যের জাহাজের কাজ বন্ধ রাখা হচ্ছে।এছাড়া অন্যান্য পণ্যবাহী জাহাজের কাজও ব্যাহত হচ্ছে। অতি বৃষ্টির কারণে বন্দর চ্যানেলে থাকা বিদেশি জাহাজগুলোতে কাজ বন্ধ থাকছে, বৃষ্টি কমলে আবারও কাজ শুরু হচ্ছে।

এদিকে টানা বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। বৃষ্টিতে তলিয়ে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে কয়েক’শ চিংড়ি ঘের মালিকও।