জামালপুরে আরও ১০জনের করোনা শনাক্ত

0
93

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:  জামালপুরের আরও ১০ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর উপজেলা সদরে ১জন, মেলান্দহ ২, ইসলামপুর ২, সরিষাবাড়ী ৪, দেওয়ানগঞ্জ ১জন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।

জেলায় এখন পর্যন্ত সর্বমোট করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৭১২ জন । তন্মধ্যে সদর ২৮৭, মেলান্দহ ৮৩, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১২০, সরিষাবাড়ী ৮১, দেওয়ানগঞ্জ ৩৭, বকশীগঞ্জ ৬২)।
সর্বমোট সুস্থ ৪৪১ জন (সদর ১৫৩, মেলান্দহ ৬৮, মাদারগঞ্জ ২৭, ইসলামপুর ৭৪, সরিষাবাড়ী ৪২, দেওয়ানগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৮)।
সর্বমোট মৃত্যু ১১ জন (চিকিৎসাধীন ৭ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ৩ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
মোট রেফার্ড ৯ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৮৯ টি, মোট নমুনা সংগ্রহ ৭৫৩৩ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৮৯ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৮৯ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৯ জন এবং ছাড়পত্র ১৮৩ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৩৮ জন এবং ছাড়পত্র ২৫২ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৫৭৫ জন, বর্তমানে মোট অবস্থান ১৮১ জন।