অপেক্ষীত নার্স

0
150

অপেক্ষীত নার্স
সোনিয়া সরকার।

আমরা নার্স, আমরা করোনা যোদ্ধা।
দেখেনি আমরা মুক্তিযোদ্ধ
দেখিনি আমরা সেই যুদ্ধে সংগ্রাম করে মানুষের বেঁচে থাকার প্রাণপণ চেষ্টা।

তবে আমরা নার্সরা করেছি ভ্যান্টিলেটরে রেখে করোনা রোগীকে বাঁচানোর চেষ্টা।

করোনা রোগীদের সেবা পাওয়ার চাহিদা নার্সদের কাছে নয়তো সাধারণ রোগীর থেকে ও অল্প।

আমরা নিজেদের জীবন রেখে বাজি
সারাক্ষণ আঁকি তাদের জীবন বাঁচানোর চিত্র।

এইতো সে দিন যখন বাসায় বললাম
আম্মু আমি করোনা ইউনিটে উিউটি করতে যাচ্ছি!
আম্মু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল
আর বললো না আমি তোকে যেতে দিব না।

আমি হেসে বললাম আচ্ছা মা তুমি বলতো দেশে যখন যুদ্ধ হয়েছিল তখন কি কেউ চুপ করে ঘরে বসেছিল?
নাকি জীবন বাজি রেখে
যুদ্ধ করে আমাদের কে স্বাধীনতা এনে দিয়েছিল?

আমাদের জন্য এনে দিয়েছিলেন লাল সবুজের একটি পতাকা।

সেদিন তো তোমার মত শত মা তাদের সন্তানদের কে পাঠিয়েছিল যুদ্ধের মাঠে।
যার জন্য সাফল্যের ছোঁয়া লেগেছে বাংলার প্রতিটি ঘাটে।
অবশেষ পারি জমালাম করোনা যুদ্ধের মাঠে।

আমরা নার্স
আমাদের কাছে যুদ্ধ জয় মানে করোনায় আক্রান্ত হওয়া সেই সমস্ত মানুষের মুখে এক চিলতে সুস্থ্যতার হাসি।

আমাদের কাছে বিজয় মানে ICU তে কোভিড পজেটিভ হওয়া সেই রোগীটির সুস্থ করে বাড়ি ফিরানো ।
আমরা বাবা,মা, ভাই,বোনের ভালোবাসা ফেলে আসা সেই নার্স
যাদের জীবনের একমাত্র প্রত্যাশা
একমাত্র প্রতিক্ষা
একটি ভাইরাস মুক্ত পৃথিবীতে সুন্দর সুস্থ সকালের অপেক্ষা করা।

লেখকঃ সিনিয়র স্টাফ নার্স(উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল,ঢাকা)
সহ-সভাপতি বাংলাদেশ বেকার নার্সেস এসোশিয়েসন কেন্দ্রীয় কমিটি।