মির্জাপুরে ৭ পুলিশসহ করোনা শনাক্ত ১৪ জনের; আক্রান্ত বেড়ে ৩ শতাধিক

0
109

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ৭ সদস্যসহ নতুন করে আরো ১৪ জনের কোভিড-১৯ (করোনা ভাইরাস) শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৮ জন।

রবিবার (১২ই জুলাই) বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

নতুন আক্রান্তরা হলেন, উপজেলার মহেড়া ইউনিয়নের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ৭ পুলিশ সদস্য (২৩, ২৬, ৫২, ৪৩, ২৭, ৪৮, ৫৪), পৌরএলাকার সাহাপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী (৪৩), জামুর্কী গ্রামের বাসিন্দা (৫৫), লতিফপুর গ্রামের বাসিন্দা নারী (২৬), লতিফপুর ইউনিয়নের ত্রিমোহন গ্রামের বাসিন্দা নারী (৪০), একই ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামের বাসিন্দা (৫০), বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা শিক্ষার্থী (২০), বানাইল ইউনিয়নের পাঁচচামারী গ্রামের বাসিন্দা (৪২)।

নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।