বীরগঞ্জে সাবেক ভিপি বিএনপি নেতা রিজুর উদ্যেগে দরিদ্রদের ৪টন চাউল বিতরণ

0
71
SAMSUNG CAMERA PICTURES

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে সাবেক ভিপি বিএনপি নেতা রেজওয়ানুল ইসলাম রিজু নিজ উদ্যেগে ৪টন চাউল সহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

সুজালপুর ইউনিয়নের চাকাই নিজ গ্রামের বাড়ীতে ১১মে সোমবার সকাল ১০ টায় করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৪ শতাধিক কর্মহীন দরিদ্র মানুষের মাঝে সাবেক ভিপি বিশিষ্ঠ ব্যবস্যায়ী, বিএনপি নেতা রেজওয়ানুল ইসলাম রিজু ব্যক্তিগত উদ্যেগে ৪ টন চাউল সহ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

খাদ্যসামগ্রী বিতরণ কালে বিএনপি নেতা ফজলে আলম শাহীন সহ নিজ পরিবারের ভাই শিক্ষক রফিকুল ইসলাম, পুত্র শাহারিয়ার মোঃ সিয়াম, কন্যা রেজওয়ানা ইসলাম রিতু, বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সামর্থ অনুযায়ী দলমত নির্বিশেষে গরিব অসহায় মানুষের পাশে এসে দাড়ানোর জন্য বিএনপির নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

পাশাপাশি মহামারি করোনাভাইরাসের কবল থেকে নিজেকে ও সমাজের মানুষকে রক্ষার জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

Author