চারঘাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
90

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি,নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে সারাদেশের ন্যায় শনিবার সকালে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরিবার পরিকল্পনা সেবা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব,উপজেলা মেডিকেল অফিসার মোজাম্মেল হক,শিশু বিশেষজ্ঞ ডা: শেখ মোহাম্মেদ আলী রাশেদুল,সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, মুত্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও স্বাস্থ্য সেবাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনা পরিচালক সহিত ভার্চুয়াল এর মাধ্যমে সভায় চারঘাট উপজেলা পরিষদকে শ্রেষ্ঠ নিবার্চিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলামকে ক্রেস প্রদান করা হয়।

ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জেলা প্রশাসক, রাজশাহী ও সিভিল সার্জেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে জেলায় চারঘাট ইউনিয়ন এফপিআই পরিবার পরিদর্শক শফিকুল ইসলামসহ শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬জনকে সেবাকর্মীদের মাঝে ক্রেস ও সনদপত্রসহ বিশেষ পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।