রাজশাহীর বাঘা উপজেলার ইউএনও করোনায় আক্রান্ত

0
94

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন রেজা করোনাভাইরাসে (কোভিড–১৯ )আক্রান্ত হয়েছেন। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা স‌্বাস্থ‌্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ৬ -জুলাই ( সোমবার) বাঘার ইউএনও সহ ২৩ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে রাজশাহী মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

নমুনা পরীক্ষার পর গত শুক্রবার (১০ জুলাই ) রাত ১১ টায় সেগুলোর ফলাফল পাওয়া যায়।ফলাফ‌লে ইউএনও সহ ১০ জ‌নের ভাইরাস সংক্রম‌নের প‌জি‌টিভ রি‌পোর্ট আ‌সে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকতারুজ্জামান জানান গত ৬ -এ‌প্রিল থে‌কে ১১ জুলাই পর্যন্ত বাঘায় সর্বমোট ৩২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৩ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সুস্থ হ‌য়ে‌ছেন ১০ জন মারা গেছেন ২ জন। অন্নান‌্যরা নিজ নিজ বা‌ড়ি‌তে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছেন।

তি‌নি আরও জানান, উপ‌জেলায় ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত সকল রুগী‌কে হানপাতাল থে‌কে সার্বক্ষ‌নিক খোঁজ খবর রাখা সহ চি‌কিৎসা সহায়তা দেওয়া হ‌চ্ছে।