‘জলভ্রম’ দুই বছরের প্রচেষ্টার ফসল: দোলা রহমান

0
118

দোলা রহমান একজন প্রচারবিমুখ শিল্পীর নাম। এই শিল্পীর গানের সংখ্যা খুব সীমিত। তবে সংখ্যাটা কম হলেও শ্রোতাদের কানে তা পৌঁছেছে। প্রথমবার চলচ্চিত্রে গান গেয়েই আলোচিত হন তিনি। ‘দেহরক্ষী’ নামে ছবির ‘সোহানা’ শিরোনামের তার প্রথম গান বেশ প্রশংসিত হয়। এরপর ‘রাজত্ব’ চলচ্চিত্রের ‘তুমি ছাড়া’ শিরোনামে গানটি জনপ্রিয়তা পায়। সেই গানের নারী কণ্ঠেও ছিলেন দোলা রহমান। শাকিব-ববির জুটির ছবির ডুয়েট গানটিতে ববির লিপে স্ক্রিনে দেখেছেন দর্শক। এবার নতুন গান ‘জলভ্রম’ নিয়ে হাজির হলেন দোলা রহমান। তিনি গানটির পেছনের গল্প ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন আরটিভি নিউজের সঙ্গে।

জানতে পারলাম ‘জলভ্রম’ গানটি শিল্পী এন্ড্রু কিশোরকে উৎসর্গ করেছেন?

হ্যাঁ। এন্ড্রু কিশোর দাদা সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। তার অবদানের কথা বলে শেষ করা যাবে না। ক্যারিয়ারে সেই স্বীকৃতি স্বরূপ আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমরা টিম মেম্বাররা যখন গানটি রিলিজ করবো ভাবছিলাম ঠিক এমন একটি সময়ে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। দাদাকে শ্রদ্ধা জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

গানটিতে মিউজিক কম্পোজিশনের ক্ষেত্রে ভিন্নতা কোথায়?

আমাদের অদিতারিয়ানস হলো এমন একটা প্রোজেক্ট সেখানে অদিত রহমান বিভিন্ন মিউজিক জনরা ব্লেন্ড করেন। আমাদের এই প্রোজেক্ট মূলত ক্লাসিক মিউজিকের ওপরে ফোকাস করা। বিদেশে এই ধরনের কাজ জনপ্রিয়। আমরা চাই দেশে ক্লাসিক মিউজিক নিয়ে বেশ কিছু কাজ করতে।

কতদিন প্রস্তুতির পর গানটির জন্য দীর্ঘ অপেক্ষা শেষ হলো শ্রোতাদের ?

এই প্রোজেক্ট আমরা দুই বছর আগে শুরু করি। মিউজিকে ছিলেন অদিত রহমান। র‍্যাপ অংশে গেয়েছেন তৌফিক রহমান। বেজে রায়হান ইসলাম শুভ, মুত্তাকী হাসিব। গিটার রায়হান ইসলাম শুভ। ড্রামসে নাদিম আহমেদ, বাঁশিতে সায়ন মানসাং। গানটি লিখেছেন আবদার রহমান। র‍্যাপ অংশ লেখা তৌফিক রহমানের। গানটির সুরে ছিলাম আমি, অদিত রহমান ও মুত্তাকী হাসিব। সবমিলে এই দুই বছরে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। অবশেষে একটা সময় আমরা ঠিক করলাম হ্যাঁ আমরা যা করতে চেয়েছি, তা এবার পেরেছি। তাইতো শ্রোতাদের সামনে তুলে ধরলাম।

সঙ্গীতে আপনার টার্নিং পয়েন্ট কোনটি?

চলচ্চিত্রের গান তো অবশ্যই থাকবে সেই জায়গায়। চলচ্চিত্রের গানের মধ্যে দিয়ে অনেকের কাছে আমার কণ্ঠ পৌঁছেছে। এছাড়া যদি বলতেই হয় ক্লোজ আপ ‘কাছে আসার গল্প’র টিভিসির ‘কাছে এসো’ জিঙ্গেলটি দারুণ প্রশংসিত হয়। ভারতীয় শিল্পী পাপনের সঙ্গে অদিতের সুর-সঙ্গীতে ‘মন দরিয়া’ গানটি শ্রোতারা পছন্দ করেছেন। আর ‘জোছনা’ যে গানটি অদিতারিয়ানসের সঙ্গে প্রথম করেছিলাম সেটিও অন্যতম গুরুত্ব রাখে আমার সঙ্গীত ক্যারিয়ারে।

সামনে শ্রোতারা আর কী কী গান পাবেন আপনার কাছে?

‘জলভ্রম’ গানের ভিডিওর কাজটি তো আমরা সবাই যে যার জায়গা থেকে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় করলাম। কয়েকটি মিউজিক ভিডিওর কাজ রয়েছে। যা করোনা পরিস্থিতির কারণে বন্ধ। সংকট কেটে গেলেই শুটিং করবো।

সুত্রঃআরটিভি