ওয়াশিংটনে ড্রেজিং কন্টাক্টারদের সাথে আলোচনায় নৌ প্রতিমন্ত্রী

0
144

নৌ পরিবহন প্রতিন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাঁর ১০ দিনের ওয়াশিংটন ডিসি সফরকালে মঙ্গলবার রোনাল্ড রিগ্যান ভবনে আমেরিকান ড্রেজিং কন্টাক্টারদের সাথে আলোচনা সভায় অংশ নেন।

পরে তিনি ইউএস এক্সিম ব্যাংক অফিসে বৈঠক করেন। এ সময় তাঁর সাথে ডেলিগেট টীম ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একই দিন রোনাল্ড রিগ্যান ভবনে ইউএস এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সির পক্ষে তাকে তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

এর আগে প্রতিমন্ত্রী ইউএসটিডিএ’র ইন্দো-প্যাসিফিক রিজিওনাল টিম এর অফিস পরিদর্শন করেন এবং গ্লোবাল প্রকিউরমেন্ট ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেন। শেষে উপহার বিনিময় করেন। একই দিন ডেলিগেট টীম ইউএস আর্মির কর্প অব ইঞ্জিনিয়ার্স এর হেড কোয়ার্টার অফিসে তাদের কার্যক্রম এর ওপর একটি পাওয়ার পয়েন্ট দেখেন। শেষে বাংলাদেশ সরকারের পক্ষে উপহার প্রদান করেন।