শ্রীনগরে ঐতিহ্যবাহী রথ উৎসব

0
146

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সনাতন ধর্মীয় শ্রী শ্রী ঐতিহ্যবাহী রথ উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকালে সনাতন ধর্ম অনুসারী শত শত নারী-পুরুষ ও কিশোর-কিশোরী রথ যাত্রা র‌্যালীতে অংশগ্রহন করেন।

শ্রীনগর কেন্দ্রীয় শ্মশানঘাট সংলগ্ন শ্রী শ্রী কালী মন্দির থেকে রথ যাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেউলভোগ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শ্রীনগর পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদ এবং রথ উৎসব উদযাপন কমিটির লোকজন উপস্থিত ছিলেন। ৭দিন ব্যাপী রথ উৎসবের প্রথম দিনকে বলা হয় সোজা রথ এবং একই পথে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ।