শ্রীশ্রী যশোমাধব দেবের রথ উৎসব উপলক্ষে ধামরাই থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
236

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ কমিটির কর্মকর্তাদের সাথে ধামরাই থানায় আসন্ন শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ শে জুন) দুপুর ১২টার দিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয়ের কক্ষে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ কমিটির কর্মকর্তাদের সাথে আসন্ন শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথ উৎসব -২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ’সময় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম।

এ’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক( তদন্ত) মোঃ ওয়াহিদ পারভেজ, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতিদ্বয় শ্রী অজিত কুমার চক্রবর্তী, শ্রী জগদীশ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু),সাংগঠনিক সম্পাদক প্রাণ গোপাল পাল, সমীর বরন সরকার ও সদস্য স্বপন কুমার পাল কালা প্রমূখ।

উল্লেখ্য- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথ উৎসব শুরু হবে ১ জুলাই -২০২২ রোজ শুক্রবার প্রথম রথটান, উল্টো রথটান অনুষ্ঠিত হইবে ৯ই জুলাই রোজ শনিবার, রথোৎসব উদযাপন উপলক্ষে রথমেলা চলবে প্রায় একমাস।