জাতীয়

দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। প্রতিমন্ত্রীর করোনার লক্ষণ দেখা দিলে পরীক্ষার জন্য আজ সকালে সরকারি কর্মচারি হাসপাতালে নমুনা জমা দেয়া হয়। পরে আরটি-পিসিআর টেস্টে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। প্রতিমন্ত্রী করোনার উপসর্গ নিয়ে নিজ সরকারি বাসায় আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে ৩০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button