মো.নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মুদি দোকানের জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার গভীর রাতে হাদিরা ইউনিয়নের মাহমুদপুর বাজারে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-মাহমুদপুর গ্রামের জুলহাস উদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (৪৬) ও দুলাল হোসেন (৫৪), একই এলাকার আ. বারেকের ছেলে আ. রহিম (৪৫) ও কামালের ছেলে আ. ছালাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহমুদপুর বাজারে মামুনের মুদি দোকানের জুয়ার আসর থেকে প্রথমে তাদের আটক করা হয়। পরে নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, আসামীরা টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলবে। মাদকসহ যাবতীয় অপরাধমুক্ত সমাজ গড়তে সকলের সার্বিক সহযোগিতা দরকার বলে জানান তিনি।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com