আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির নৈর্ব্যক্তিক পরীক্ষায় ১০২৫৭ জন উত্তীর্ণ


আইনজীবী হিসেবে তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষায় ১০২৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। এছাড়া আরো ২৭ জনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আফজাল-উর রহমান স্বাক্ষরিত এ ফলাফল বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয় এই উত্তীণর্ গণ এখন আইনজীবী হিসেবে সনদ পেতে লিখিত পরীক্ষায় অংশ নিতে সূযোগ লাভ করলেন। লিখিত পরীক্ষার দিন পরে জানিয়ে দেয়া হবে।
গতকাল ১৭ জুন রাজধানীর ২৬টি কেন্দ্রে বেলা ৩ টা থেকে ৪ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাতেই ফলাফল প্রস্তুত করে তা বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় ৪০ হাজার ৬শ’ ৯৬ জন এলএলবি ডিগ্রিধারী অংশ নেন।
আইনজীবী হিসেবে সনদ প্রদানে সকল কার্যক্রম বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনা করে। এলএলবি ডিগ্রি উত্তীর্ণদের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বার কাউন্সিলে ইন্টিমেশন জমা দিতে হয়। এরপর এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা পর্যায়ক্রমে উত্তীর্ণদের পর আইনজীবী হিসেবে সনদ লাভ করেন আইন শাস্ত্রের উপর ডিগ্রিধারীগণ।
বার কাউন্সিলের তত্ত্বাবধানে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণের পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। তখন উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ লাভ করেন।