করোনায় আক্রান্ত নীলফামারীর পৌর মেয়র‘কে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

0
88

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রন্ত নীলফামারীর পৌর মেয়র, বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাব) সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে নিয়ে হেলিকপ্টারটি সৈয়দপুর থেকে ঢাকায় পৌঁছে। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত গত রবিবার ৫ জুলাই নীরফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন পৌর মেয়রের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেন। প্রাথমিকভাবে তিন সুস্থ ছিলেন এবং বাড়িতেই আইসোলেশনে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়।