দেশে নতুন করে ৪৩৩ জন আক্রান্ত শনাক্ত


দেশে করোনাভাইরাস সংক্রমণে নতুন করে আরও ৪৩৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। নতুন করে আক্রান্ত শনাক্ত হলেও দেশে করোনাভাইরাসের কারণে কোনো মৃত্যু ঘটেনি।
করোনায় নতুন আক্রান্তসহ দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জন। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ-বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৭১১ জন।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ৯০১টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৯০৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৪২ লাখ ১২ হাজার ১০৫টি।