জামালপুরে আরও ১১জনের করোনা শনাক্ত, মোট শনাক্ত ৬৪১জন

0
87

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ৬ জুলাই ২০২০ জামালপুরে আরও ১১ জন কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৫জন সরিষাবাড়ী ৫, বকশীগঞ্জ ১জন। উল্লেখ্য যে, পূর্বে সরিষাবাড়ী শনাক্ত ১ জনের স্থায়ী নিবাস টাঙ্গাইল জেলায় হওয়ায় তাকে জামালপুর রিপোর্টে বিয়োজন করা হয়েছে এবং শনাক্তদের চাকুরী সূত্রের কারণে উপজেলা ভিত্তিক শনাক্ত স্থানান্তরিত করা হয়েছে। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।

এখন পর্যন্ত জেলায় সর্বমোট করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৪১ জন। তন্মধ্যে জামালপুর সদর ২৪৪জন, মেলান্দহ ৭৯, মাদারগঞ্জ ৪২, ইসলামপুর ১১৫, সরিষাবাড়ী ৬৬, দেওয়ানগঞ্জ ৩৬, এবং বকশীগঞ্জ উপজেলায় ৫৯জন।

জেলায় সর্বশেষ সুস্থ হয়েছেন ৩ জন, সর্বমোট সুস্থ ৪৩২ জন। এর মধ্যে সদর ১৪৮, মেলান্দহ ৬৮, মাদারগঞ্জ ২৭, ইসলামপুর ৭৪, সরিষাবাড়ী ৩৯, দেওয়ানগঞ্জ ২৯, বকশীগঞ্জ ৪৭জন। সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)। মোট রেফার্ড ৭ জন (সুস্থ হয়েছে- ৬ জন)।

সর্বশেষ নমুনা সংগ্রহ ৯৬ টি, মোট নমুনা সংগ্রহ ৬৯৮৪ টি।
সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৮৬ টি।
সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৮৬ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৪ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৮০ জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৫৬ জন, মোট ছাড়পত্র ১৫৭৫ জন, বর্তমানে মোট অবস্থান ১৮১ জন।