শ্রীনগরে ইউনিয়ন পর্যায়ে ফুটবল খেলায় পশ্চিম নওপাড়া বিদ্যালয় চ্যাম্পিয়ন

0
418

আরিফুল ইসলাম শ্যামল: “শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে” শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট-২০২২’র ফাইনাল খেলায় পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা টীম ও বালক টীম চ্যাম্পিয়ণ হয়েছে। ১-০ গোলে সুরুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা টীমকে পরাজিত করে পশ্চিম নওপাড়া বিদ্যালয়ের বালিকা টীম।

অপরদিকে পূর্ব মুন্সীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক টীম বনাম পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক টীমের মধ্যকার তুমুল প্রতিদ্ব›িদ্বতামূলক খেলায় ১-১ গোল হয়। পরে অতিরিক্ত সময়েও কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে ১ গোলের ব্যবধানে পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ণ আনন্দে মেতে উঠে।

বুধবার সকালে ইউনিয়নের পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন, বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মন্জু দেওয়ান, পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, ঢাকা ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন মৃধা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিবন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মঈম কমল, কুকুটিয়া ইউপি সদস্য মো. তাজুল ইসলাম, আব্দুল কাইয়ুম মিন্টু, নজরুল ইসলাম, তপন শেখ, আসাদুল হাওলাদার, সুলতাল বেপারী, পশ্চিম নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা পারভীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সংশ্লিষ্টগণ ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। খেলায় অংশগ্রহনকারী টীমের খেলোয়ারদের মাঝে চ্যাম্পিয়ণ ট্রফি, মেডেল, ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার সামগ্রী।