বাংলামোটরে পুলিশ কনস্টেবলকে চাপা দেওয়া সেই বাসচালক ও মালিক গ্রেপ্তার


রাজধানীর বাংলামোটরে বাসের চাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলীর মৃত্যুর ঘটনায় বাসের চালক জাকির হোসেন এবং বাসের মালিক আলম ওরফে খোকাকে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আজ শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৬ জুন সকালে বাংলামোটর দিয়ে মোটরসাইকেলে রাজারবাগ পুলিশ লাইনে ডিউটিতে যাচ্ছিলেন কোরবান আলী। যাওয়ার পথে ওয়েলকাম ট্রান্সপোর্ট লিমেটেডের একটি বাস কোরবান আলীকে চাপা দেয়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহযোগিতায় কোরবানকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় সড়ক পরিবহণ আইনে একটি মামলা করেন। এরপর তদন্তে নামে র্যাব। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর এলাকা থেকে মামলার মূল আসামী বাস চালক জাকির হোসেন (৪০) ও বাসের মালিক আলম ওরফে খোকাকে (৪০) আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
কোরবান আলী রাজারবাগ পুলিশ টেলিকমে কর্মরত ছিলেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ এ কনস্টেবল পদে যোগদান করেন। ঘটনার দিন নিহত কনস্টেবল কোরবান আলী নিজ বাসা থেকে প্রতিদিনের মতো অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা দেন এবং পথিমধ্যে এই নির্মম দুর্ঘটনার শিকার হন।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন বলেন, ঘটনার দিন বাসের চালক সাভারের জিরানি বাজার থেকে আরামবাগ যাওয়ার পথে কারওয়ান বাজার সিগন্যাল থেকে যাত্রী নিয়ে পরবর্তী সিগন্যালে অধিক সংখ্যক যাত্রী নেওয়ার জন্য বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকেন। এ সময় তার সামনে থাকা মোটরসাইকেল আরোহীকে চাপা দেন। সে সময় সাধারণ মানুষ তাঁকে আটক করতে গেলে তিনি দৌড়ে একটি স্থানে লুকিয়ে থাকেন এবং কিছুক্ষণ পর তিনি অপর একটি বাসে করে ফার্মগেট চলে যান। পরবর্তীতে বাসে ওঠে তিনি হেলপারকে কল দেন। সে সময় হেলপার জানান, বাসের নিচে চাপা পড়া ভুক্তভোগী সম্ভবত মারা গেছেন।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।