দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধার

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ২০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। গতকাল রোববার রাতে সোনামসজিদ বিওপি’র তাহখানা এলাকায় এ অভিযান চালিয়ে এসব হিরোইন উদ্ধার করা হয়।

৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা বলের, তাঁর নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র টহল দল গতকাল রোববার রাত ১১ টার দিকে অভিযান চালানোর সময় সীমান্ত পিলার ১৮৪/৫-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের তাহখানা নামক স্থানে ২ চোরাকারবারীকে দেখতে পায়।

এসময় তাদের ধাওয়া করলে ১টি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল তাদের ফেলে যাওয়া ব্যাগ হতে উক্ত হেরোইন উদ্ধার করে। তিনি আরো জানান, চোরাকারবারীরা অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষে সীমান্তে টহল জোরদার করার পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button