ঘোড়াঘাটে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপজেলা পরিষদ হল রুমে কেক কেটে, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়। পত্রিকা টি ১৭ বছরে পদাপর্ণ করল।
সোমবার (৬ জুন) দৈনিক যায়যায় দিনের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি মো: শফিকুল ইসলাম শফির আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুর রাফে খন্দকার সাহানশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা মেডিকেল অফিসার মো: আহসান হাবীব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সদের আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের স ালনায় আরও বক্তব্য রাখেন, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভীন বাপ্পী, সদস্য সচিব এস এম আরিফুজ্জামান জিমন, সিনিয়র সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, আব্দুল হান্নান, মো: রাফছানজানী শুভ। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।