দেশজুড়ে

ফুলবাড়ীতে দৈনিক যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি: পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় নিাজপুরের ফুলবাড়ীতে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুন)সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে এই কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যায়যায়দিনের জন্মদিনে কেক কাটা ও আলোচনা সভায় দৈনিক যায়যায়দিনের ফুলবাড়ী প্রতিনিধি মোঃ রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মানুনুর রশিদ চৌধুরী, পৌর কাউন্সিলর হারান দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল২৪ এর প্রতিনিধি হুরুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মেহেদি হাছান উজ্জল, পুখুরী স্কুল এন্ড কলেজের প্রভাষক আফরোজা খাতুন সেতু, সাংবাদিক মোশারফ হোসেনসহ পেশাজিবী ও সংবাদিকগণন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন দৈনিক যায়যায়দিন জন্মলগ্ন থেকে দলমতের উর্দ্ধে সত্য ও ন্যায়ের পথে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই ধারাবাহিকতা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন এর ১৭তম জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button