দেশজুড়ে

নেত্রকোণায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ

নেত্রকোণা প্রতিনিধিঃ বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ করা হচ্ছে।

আজ রবিবার (৫ জুন) সকালে কামরুন্নেছা আশরাফ দীনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।

কামরুন্নেছা আশরাফ দীনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সেন, সাংবাদিক শ্যামলেন্দু পাল সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button