বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন


রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি: “একটাই পৃথিবী প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে আজ ৫ জুন রবিবার সকালে তহজিংডং ও আরন্যক ফাউন্ডেশন এর আয়োজনে বান্দরবান তুলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ, বৃক্ষ রোপন ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
তুলাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা য়াইংসানু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি এল আর প্রকল্পের ব্যবস্থাপক কামরুল ইসলাম, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেম্বার উসিংচিং মারমা সহ আরো অনেকে ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, দেশের অধিকাংশ বঞ্চাচল রয়েছে পার্বত্য এলাকায় । তাই প্রকৃতিকে বাঁচাতে সকলকে সচেতন হতে হবে এবং পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য ও ভারসাম্য রক্ষার মাধ্যমে পরিবেশকে বাঁচাতে হবে । তাই পরিবেশকে রক্ষা জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।